
সাজ্জাদ হোসেন সাখাওয়াত
দলেদলে আসছে মুমিন
ঈমানের বাণী শুনতে
টঙ্গী তীরে হচ্ছে জমাট
স্বপ্নিল দিন বুনতে।
–
জিকির জিকিরে মুগ্ধকর
হচ্ছে টঙ্গীর পরিবেশ
১৬টি জেলায় প্রথম পর্ব
আর ১৬ টি জেলা দিয়ে শেষ।
–
বিশ্ব মুমিন এক হয়ে
আল্লাহ নিকট চায় ক্ষমা
আল্লাহ তুমি মহান
ভালবাসা আছে তোমার দরবারে জমা।
–
আখেরি মুনাজাতের মোধ্য
দিয়ে ইজতেমা হবে শেষ।
আল্লাহ রহমতে সুষ্ঠু পরিচালনা
করবে প্রিয় বাংলাদেশ।
Please follow and like us: