১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপি নেতা মিরাজের পথসভা 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২৪, ০১:০৭ | 661 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নেতাকর্মীদের নিয়ে পথসভা করেছে বিএনপি নেতা শরিফুল ইসলাম মিরাজ। শনিবার (১৮ ই আগস্ট) বিকেলে বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শত শত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি এই পথসভা করেন। এ সময় স্লোগানের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
পথসভায় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে এ দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। লুটতরাজ দখলবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নতুন সরকারকে সহায়তা করার অনুরোধ জানান তিনি। আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ ও দেশ গঠনে ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।
মান্দ্রা বাদোখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে ইউনিয়নের বেশরগাতি, মুক্ষাইট, চিরুলিয়া বিষ্ণুপুর, কোড়ামারা, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ, হদেরহাট, হালিশহর খালিশপুর, বাখেরগঞ্জ বাজার ও মান্দ্রা বাদোখালী বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রব শেখ, নওশের হাওলাদার, তরিকুল ইসলাম ফাহিম, আব্দুল জলিল শেখ, ইসকান্দার হাওলাদার, ফিরোজ শেখ, সিরাজ হাওলাদার, জনি হাওলাদার, রফিক শেখ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET