দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ জাল টাকা, জাল ডলার ও ১ টি মোটরসাইকেল সহ ৩ প্রতারককে আটক করে আদালতে প্রেরন করেছেন।
বীরগঞ্জ থানার পুলিশ অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ১ সেপ্টেম্বর রাত্রী ৩ টার দিকে হাইওয়ে ডিউটি, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পায় উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ি বাজারে শাহজাহান আলীর মার্কেটের দোকানের সামনে স্থানীয় লোকজন সন্দেহ ভাজন ৩ ব্যক্তিকে আটক করে রাখে। পুলিশ ঘটনা স্থলে পৌচালে ১ ডলারের জাল ১০১টি নোট ও ১০০০ টাকার জাল টাকা ২৬০ টি নোট, রেজিস্ট্রেশন বিহীন পালসার মোটরসাইকেল ১ টি পাওয়া যায়।
এসআই মোঃ সিরাজুল ইসলাম জানায়, আটক কৃতরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর থানার কুঠিপাড়া (গুরাতিপাড়া) এলাকার মোঃ আজিজার রহমানের ছেলে লিটন (২৫),রমজান আলীর ছেলে শাকিল শেখ (২৮) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট খেয়ারপাড়ার মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ শামিম ইসলাম (২৭)।
২ সেপ্টেম্বর সকালে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বীরগঞ্জ থানায় একটি প্রতারনার মামলা হয়েছে। যার নং-১, তারিখ- ০১/০৯/২০২৪খ্রিঃ ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ)/ ২৫-ঘ, রুজু হয়। মামলাটির তদন্তভার এসআই মোঃ নুরুন্নবী এর উপর অর্পন করা হয়।
Please follow and like us: