
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত সীমান্ত নোম্যান্সল্যান্ড বেনাপোলে Long Live India-Bangladesh friendship BGB এবং BSF মৈত্রী সাইকেল র্যা লী ও র্যা লী দলকে সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১জানুয়ারি) সকাল ১১টার সময় বেনাপোলে বাংলাদেশ ভারতের শুন্য রেখায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের অতিরিক্ত উপ মহাপরিচালক পঙ্কজ কুমার উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অন্যন্যদের মধ্যে বাংলাদেশের কলিকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরী,অপস অফিসার লেঃ কর্নেল কবিরুল ইসলাম ও ৪৯ সিও লে’কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন।
ভারতের অন্যান্যদের মধ্যে ডিআইজি একে টেটে ও ১৭৯ বিএসএফ সিও অরুণ কুমার উপস্থিত ছিলেন।
উক্ত সাইকেল র্যা লীটি ১০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ হইতে শুরু হয়ে ১৭ই মার্চ পর্যন্ত ৪০৯৬ কিলোমিটার অতিক্রম করে ভারতের মিজোরামে শেষ হবে।
Please follow and like us: