২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেলকুচিতে তুচ্ছ ঘটনা নিয়ে চিকিৎসক ও ড্রাইভারের উপর হামলা-আহত ৪




বেলকুচিতে তুচ্ছ ঘটনা নিয়ে চিকিৎসক ও ড্রাইভারের উপর হামলা-আহত ৪

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২৫, ০৮:২০ | 621 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের বেলকুচিতে ফ্রী মেডিকেল ক্যাম্প চিকিৎসা কার্যক্রম শেষ করে ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এম্বুলেন্স ড্রাইভার ও চিকিৎসকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে বয়ড়াবাড়ি গ্রামের রবিউল ইসলাম ও সূবর্ণসাড়া গ্রামের ইয়াছিন আহম্মেদ গ্যাংরা জড়িত বলে দাবি করা হচ্ছে।

হামলায় আহতরা হলেন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ (নিটোর) ডা.এইচ ইব্রাহিম,রবিউল ইসলাম, রাশিদুল হক ও এম্বুলেন্স ড্রাইভার আব্দুস নরুজ্জামান।

গত শনিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে বেলকুচি উপজেলার সূবর্ণসাড়া এমপি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় ও আহতদের সাথে কথা বলে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি শনিবার বয়ড়াবাড়ি পিপীলিকা যুব সংঘ,দ্বাড়িয়াপুর যুব সমাজ কল্যাণ সংগঠন, খোকন মেমোরিয়াল হাসপাতাল ও দ্বাড়িয়াপুর- বয়ড়াবাড়ি গ্রামবাসীর উদ্দ্যোগে দ্বাড়িয়াপুর- বয়ড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং, ফ্রী ব্লাড ডোনেশন, ফ্রী ডায়াবেটিস টেস্টসহ বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্প বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক বিশেষজ্ঞ চিকিৎসকগন অংশগ্রহণ করেন। সারাদিনে কয়েকশত দুঃস্থ অসহায় রোগীদের চিকিৎসা ও সেবা দেয়া হয়। শনিবার বিকেলে সেবা কার্যক্রম শেষ করে ফেরার পথে সূবর্ণসাড়া এমপি রোড এলাকায় একটি অটো ভ্যানকে সাইট দেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিষয় নিয়ে বয়ড়াবাড়ি গ্রামের আলী মুদ্দিনের ছেলে রবিউলের সাথে এম্বুলেন্স ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় রবিউল ইসলাম ও আনিসুর রহমান তার দলবল নিয়ে এম্বুলেন্স ড্রাইভারের উপর হামলা করে।এ সময় চিকিৎসক অন্যরা এগিয়ে আসলে তাঁদের উপর হামলা করে পালিয়ে যায় রবিউল ও তার সাথে থাকা লোকজন।

এ ব্যাপারে খোকন মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ আলী আফতাব বিষয়টি নিশ্চিত বলেন, ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম শেষ করে ফেরার পথে তুচ্ছ বিষয় নিয়ে এম্বুলেন্স ড্রাইভার ও চিকিৎসকদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে রবিউল ইসলাম ও ইয়াছিন আহম্মেদবিষয়টি অস্বীকার করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত না।পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET