
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :- সিরাজগঞ্জের বেলকুচিতে মায়ের সাথে অভিমান করে লতা রাজবংশী নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার বিকালে নিজ বাড়ির শয়ন ঘরের দরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। লতা রাজবংশী (১৬) বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের বিমল রাজবংশীর মেয়ে।
নিহতের পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের খাবার পর মায়ের সাথে ঝগড়া হয়। ঝগড়ার পর বিকালে সকলের অগচরে অভিমান করে শয়ন ঘরের দরনার সাথে ওরনা পেছিয়ে আত্মহত্যা করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহতের লাশ সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপর্টের পর জানা যাবে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছে।