
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র এডভোকেট মনোনীত হওয়ায় বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনকে গণ সংবর্ধনা জানিয়েছেন সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল এবং সায়েড়া ও খানপুর এলাকাবাসী। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল মাঠে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শেখ জালাল উদ্দিন।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন একজন রত্নগর্ভা মায়ের সন্তান, দীর্ঘ বছর যাবত বাগেরহাট জেলার বিএনপি নেতা কর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছেন। তাদের পাশে থেকেছেন। উনি শুধু একজন আইনজীবী নন উনি একজন রাজনীতিবিদও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার জাকির হোসেনকে বাগেরহাট -২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, সাবেক ছাত্রনেতা শেখ মঈন উদ্দিন আহমেদ (ময়েন), বিশিষ্ট শিল্পপতি নাহিদুজ্জামান রাজু, শেখ হারুন, আবু হানিফ শানু, ফকির মাসুম বিল্লাহ, শেখ মহিদুল ইসলাম, এডভোকেট মোঃ হীরক মিনা, শরিফুল ইসলাম লিটু, শেখ মাহফুজুর রহমান সেন্টু সহ সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক যুবদল নেতা মিরানুজ্জামান মিরান।
Please follow and like us: