
আনুষ্ঠানিকতার মাধ্যমে বড়পিলাক নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার শুরা কমিটি গঠন ও ফোরকানিয়া মক্তবের পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার(২১ফেব্রুয়ারী)বাদ মাগরিব বড়পিলাক ফোরকানিয়া মক্তবে
মাওলানা আব্দুর রব,এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি,গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারি ওসমান গনি,জালিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব,মুফতি মোঃ নোমান,গুইমারা কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল ফারুকী, বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন প্রমুখ।এছাড়া বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাঈন উদ্দিন,সেক্রেটারি মোঃ সানা উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।