২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ লাগিয়ে সুবিধা নিতে চায় তৃতীয় পক্ষ, থানায় অভিযোগ 




ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ লাগিয়ে সুবিধা নিতে চায় তৃতীয় পক্ষ, থানায় অভিযোগ 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২৫, ১৮:০৬ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আপন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ লাগিয়ে সুবিধা নিতে চাই তৃতীয় পক্ষ। এ ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে বাগেরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে। আপন দুই ভাই দেশে ও বিদেশে থাকার কারণে একই এলাকার কিছু সন্ত্রাসী কুটকৌশলে কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে তাদের সম্পত্তি ভোগ দখলে নিতে চায়। ইতিপূর্বে কয়েকবার তাদের মধ্যে কানকথা লাগিয়ে ব্যর্থ হয়েছে তারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুলিয়াদাইড় এলাকার মৃত ডাক্তার আফতাব উদ্দিন এর ছেলে ইঞ্জিনিয়ার জুলফিকার আহমেদ (৬৯) এবং দেশের প্রখ্যাত চিকিৎসক রফিকুস সালেহীন এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। পরিবার পরিজন নিয়ে তারা ঢাকায় বসবাস করলেও বছরে দুই একবার নিজ জন্মভূমিতে এসে সম্পত্তি দেখাশোনা করেন। জমি জমার বিরোধের বিষয়টি নিয়ে তারা কখনো স্থানীয়ভাবে মিট মীমাংসার চেষ্টা করেন নাই।
ঘটনার বিষয় ইঞ্জিনিয়ার জুলফিকার আলী বলেন, বাগমারা এলাকার আফসার উদ্দিনের ছেলে আলতাফ হোসেন বাবুল, কুলিয়া দাইড় এলাকার মৃত মোনতাজ উদ্দিনের ছেলে আলাউদ্দিন আলা এবং মৃত মূসা মিয়ার ছেলে আজগর আলী সাবেক ডাঙ্গা মৌজায় পৈতৃক সম্পত্তির  সাথে ক্রয় কৃত ৩০ শতাংশ জমি অবৈধ দখল নিতে আসে। ঘটনার দিন ৩রা ফেব্রুয়ারি বিকেলে অভিযুক্তগন সাথে আরো কিছু সন্ত্রাসী নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। গাছে লাগানো আমার নামের সাইনবোর্ড তুলে ফেলে দেয়। ভীত সন্ত্রস্ত হইয়া বাগেরহাট সদর মডেল থানায় তাদের নামে একটি অভিযোগ দায়ের করি। অভিযুক্তরা আমার ভাই ডাক্তার রফিকুস সালেহীনের কাছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা ভাইয়ে ভাইয়ে দন্দ লাগিয়ে সুবিধা নিতে চাই।
অভিযোগের বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ উল হাসান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET