৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভারত বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু-রামগিরি মহারাজ বিশ্বনবী (সাঃ) কে কটুক্তি করায় বশেফমুবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ।




ভারত বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু-রামগিরি মহারাজ বিশ্বনবী (সাঃ) কে কটুক্তি করায় বশেফমুবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২৪, ২১:৩১ | 692 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আব্দুল গফুর, বশেফমুবিপ্রবি প্রতিনিধি- রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসের মূল ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিততে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত,ভারত বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু, রামগিরি মহারাজ বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে।সেই কটূক্তি কে আরো এক ধাপ উপরে নিয়ে বিজেপির নেতা এম এল এ নিতেশ রানে এক জনসভায় মুসলিম সম্প্রদায়ের বিরূদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন যে, রামগিরি মহারাজ কে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মসজীদে মসজীদে ঢুকে মুসলমানদের ধরে ধরে পিটানো হবে।
তাদের এই বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান মুখরিত হয় বশেফমুবিপ্রবি ক্যাম্পাস ।”বিশ্ব নবীর অপমান সইবেনারে মুসলমান” সহ নানামুখী স্লোগান দিতে পারে সাধারণ শিক্ষার্থীরা।
এসময় সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার বলেন, বিশ্বের মহামানব হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে যে কটুক্তি করছে আমরা তার তীব্র নিন্দা জানাই।যদি ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখায় আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
এছাড়াও ইলেক্টিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশেদুল ইসলাম বলেন,আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তাকে নিয়ে কটুক্তি কখনো মেনে নিবো না।
 গণিত ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সায়েম বলেন,ভারত যখন শরীরে আঘাত কিংবা বুদ্ধিবৃত্তিক ভাবে বেড়ে উঠতে পারে না তখন হৃদয়ে আঘাত করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET