৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • ভিক্টোরিয়া কলেজে ক্যারিয়ার ক্লাবে আমার আত্মপ্রকাশ”সাহিদা আক্তার সাথী




ভিক্টোরিয়া কলেজে ক্যারিয়ার ক্লাবে আমার আত্মপ্রকাশ”সাহিদা আক্তার সাথী

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৪, ১৯:৪১ | 723 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মানুষের জীবনের উন্নয়নের ধারাকে প্রকাশ করার জন্য ক্যারিয়ার শব্দ ব্যবহার হয়। প্রতিটি মানুষ চায় যে,তার ক্যারিয়ার খুব সুন্দর হোক।এই ক্যারিয়ার নিয়ে সুনির্দিষ্ট একটা ভালো স্বপ্ন সবার থাকে। তেমনি আমার ও একটা স্বপ্ন ভালো ক্যারিয়ার মাধ্যমে নিজের  আত্মসম্মান বিকশিত করে জীবনবোধ পরিচালনা করা।কিন্তু আমি হতাশার মাঝে দিন অতিবাহিত করি,কীভাবে ভালো ক্যারিয়ার এর মাধ্যমে একটি সুনির্দিষ্ট ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা যায়। আমি জানি,ভালো ক্যারিয়ার গড়তে হলে সঠিক সিন্ধান্ত গ্রহণ সঠিক গাইডলাইন এবং কার্যকারিতা প্রয়োজন । হতাশা বিষয়টি এমন এক বস্তু যেটি সবার কাছেই একবার হলেও এসে উকি দেয়। যে এই হতাশা থেকে নিজেকে বের করে সামনের দিকে চলতে থাকে সে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। কিন্তু যে, হতাশ হয়ে সব কিছু বাদ দিয়ে দেয় যে এটি আর আমার দ্বারা সম্ভব হবে না,সে অচিরে বিফল হয়ে যায়।ঠিক আমার মনের মাঝে এই কথাটি শুধু ঘুরপাক খায়।
এরই মাঝে,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বি‌.সি.এস পরীক্ষাসহ অন্যান্য সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগপ্রত্যাশী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বাস্তবায়নে কর্মক্ষম জনগোষ্ঠীকে যুগোপযোগী ও জীবনমুখী শিক্ষা প্রদানের পাশাপাশি প্রতিযোগিতাপূর্ণ নিয়োগ পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতেই বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান স্যার,উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী স্যার, ক্যারিয়ার ক্লাব পরিচালনা কমিটির প্রধান মডারেটর জনাব মঈন উদ্দীন স্যার,মডারেটর-১ জনাব মোঃ গুলজার হাসান স্যার,মডারেটর-২ জনাব এ.এম.এম মেহেদী রায়হান স্যার এবং সমন্বয়ে আ্যকাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ সহ সুদুরপ্রসারী চিন্তা এবং ক্যারিয়ার ক্লাবের শুভ সূচনা করে। ভাগ্যবশত আমি ঐ ক্লাবের সদস্য হিসেবে মনোনীত হই। সাপ্তাহিক ২ ঘন্টাব্যাপী ৩টি ক্লাসের ব্যবস্থা রয়েছে। কর্মশালার পাঠ পরিকল্পনার মধ্যে প্রাথমিক পর্যায়ে, বাংলা (ব্যাকরণ ও সাহিত্য), ইরেজি(ব্যাকরণ ও সাহিত্য), গণিত ও মানসিক দক্ষতা প্রাধান্য দিয়ে কর্মশালাটি সাজানো।অত্যন্ত আরামদায়ক ,মনোরম আলোকসজ্জা মাটিপ্লাসরোম এ ক্লাসটি পরিচালিত।
প্রতিষ্ঠার পর থেকেই অল্প সময়ের মধ্যেই নিজেদের কার্যক্রমে সবার মনোযোগ আকর্ষণে সক্ষম হয় ক্লাবটি। এছাড়াও ক্যাম্পাস থেকে সার্বক্ষণিক বই পড়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় লাইব্রেরিতে ক্যারিয়ার কর্নার তৈরি ও পর্যাপ্ত বই সংগ্রহ করা হয়েছে এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধা সম্বলিত পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করেছে কলেজ কর্তৃপক্ষ। ক্লাবটির মাধ্যমে আমি আমার প্রতিভা যাচাই ও ভবিষ্যৎ পরিকল্পনা শুরুর নির্দেশন খুঁজে পাই। প্রতিটি ক্লাস আমি খুব আনন্দ সহিত করি। প্রতিটি ক্লাসে অসাধারণ প্রতিভাবান স্যারদের মূল্যবান কথাগুলো ও নির্দেশনা আমার আত্মনিয়োগ এবং আগ্রহ বিকশিত হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ণ ও উন্নয়নে এবং অন্যান্য দক্ষতা যাচাইয়ের চাকরিতে নিয়োগপ্রত্যাশী শিক্ষার্থীরা নিজেদেরকে প্রতিযোগিতা বাজারে টিকে রাখতে এই ক্লাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে পরিচালিত করবে । আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর প্রতিষ্ঠিত ক্যারিয়ার ক্লাব কার্যক্রমে।
লেখক: সাহিদা আক্তার সাথী,সমাজকর্ম, মাস্টার্স, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২১-২২ সেশন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET