১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন, রবিবার স্মারকলিপি




ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন, রবিবার স্মারকলিপি

সাফায়েত উল্লাহ মিয়াজী, ভিক্টোরিয়া কলেজ করেসপন্ডেন্ট,কুমিল্লা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২৪, ২২:০৬ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগে পদায়নের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিগ্রি শাখার কলা ভবনের সামনে এ কর্মসূচী পালন করেন বাংলা বিভাগের শতশত শিক্ষার্থী। মিছিল শেষে সাপ্তাহ ব্যাপী কর্মসূচী ঘোষণা করেন শিক্ষার্থীরা। স্লোগানে শিক্ষার্থীরা বলেন, রতন- জাফর যে পথে, ইউসুফ যাবে সে পথে। মোদী-ইউসুফ-হাসিনা, তাদের আমরা চাই না। ছাত্রলীগের জাত ভাই, ভিক্টোরিয়াতে ঠাঁই নাই। শেখ হাসিনার আরেক রূপ, দালাল শিক্ষক ইউসুফ। যে শিক্ষক ছাত্র মারে, তাকে আমরা চাই না।  আলোচনায় শিক্ষার্থীরা অভিযোগ করেন,গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের খিচুড়ি খাওয়ানোর কথা বলে ৬০ হাজার টাকা অর্থায়ন করেন। সন্ত্রাসীদের  চিকিৎসা করাতে কলেজের ফান্ড থেকে টাকা দেওয়ার অভিযোগ সাবেক এই অধ্যক্ষের বিরুদ্ধে।

গত ২৩জুন  অপহরণ মামলায় জামিন পেয়ে ফুল হাতে ঢাকা কলেজ অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগ নেতারা শিরোনামে সংবাদ প্রচার হয়েছে।  এ সময় বক্তব্য রাখেন বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র আবু সুফিয়ান রাসেল, মহিউদ্দিন নাবিল, নাজমুল হাসান, ৪র্থ বর্ষের ছাত্রী রিভা ইসলাম, নিজাম উদ্দিন, কোহিনূর আক্তার, রমজান আলী। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন ইংরেজি বিভাগের ছাত্র ইসমাঈল হোসেন ও ইসলামের ইতিহাসের ছাত্র ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের রক্ত যাদের গায়ে লেগে আছে তাদের ঠাঁই ভিক্টোরিয়া কলেজে হবে না। তারা উল্লেখ করেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে খিচুড়ি রান্না করে খাইয়েছেন। ছাত্রলীগকে অস্র ও টাকা দিয়ে গণহত্যার পক্ষে কাজ করে গেছেন। তারা বলেন ভিক্টোরিয়া কলেজে কোনো খিচুড়ি অধ্যক্ষ শিক্ষার্থী হত্যাকারী ও স্বৈরাচারের দোসরের স্থান হবে না। মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা আগামী রবিবার কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ ও মঙ্গলবার থেকে লাগাদার ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের ডাক দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET