![](https://www.naya-alo.com/wp-content/uploads/2025/01/1000011629.jpg)
সিরাজগন্জের তাড়াশ উপজেলার শস্য ভান্ডারের প্রান কেন্দ্র চলনবিলের কুন্দইলে ভিলেজ ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু কিশোরদের সাথে ২০২৫বর্ষবরণ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ৯/ ০১/২৫ তারিখে,বিলচলন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় এবং শরীফ খন্দকারের সভাপতিত্বে হলুদের রাজ্য কুন্দইল বিলচলন বহুমূখি মাধ্যমিক বিদ্যালয় ও সঃপ্রা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে, ইংরেজি ২০২৫ বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন নাচ, গান, গজল, কৌতুক ও খেলাধুলার আয়োজন করা হয়। আয়োজন পরবর্তী অংশ গ্রহনকারিদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার ও বৃক্ষ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম, জনাবা ডেইজি মিলন উপাধ্যক্ষ তাড়াশ ডিগ্রী কলেজ, আরো উপস্থিত ছিলেন, আফিয়া ইসমোতারা শিক্ষক দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজ, ভিলেজ ভিশনের প্রতিনিধি জেসমিন সাবেক পৌর কমিশনার, ডাক্তার রাজু, সুজন, সাকিল, বিলকিস, কাউসার সহ প্রমুখ।