
মানবতার কাজে সবার পাশে ভিলেজ ভিশন বাংলাদেশ। সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে, ভিলেজ কাজ করে যাচ্ছে পথে প্রান্তরে শহর থেকে গ্রামে সবসময় সবার পাশে। এরই ধারাবাহিকতায় ভিলেজ ভিশন এবারে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল ইসলাম (৬৬) এর একমাত্র ছেলে কর্মঅক্ষম মোঃ ওমর ফারুক (২০) কে দোকান ও হুইলচেয়ার প্রদান করে তার পাশে দাঁড়ালেন। ওমর ফারুকের দুই বছর পুর্বে বিয়ে করেন, রঙ্গিন স্বপ্নে ভালই কাটছিলো দিনগুলো, ভাগ্যের নির্মম পরিহাস, তার বিয়ের মাত্র দেড় মাসের বেলায় তালগাছ থেকে পড়ে কোমড় ভেঙে যায়। তার বাবাও অনেকদিন আগে ব্রেন স্টক করে প্রায় অচল অবস্থায় হাটে হাটে গ্যাস লাইট ও টর্চ লাইট মেকারি করে যা আয় হয় তাই দিয়ে বাপছেলের ৪ জনের সংসার কোনমতে চলছে। ভিলেজ ভিশনের অনুসন্ধানীতে দুস্থ ও অসুস্থ পিতাপুত্র কে আয় বৃদ্ধি মূলক কর্মকাণ্ডের আওতায় ওমর ফারুক কে তার চলাচলের জন্য একটা হুইল চেয়ার (টেকনিশিয়ান) দোকান এবং দোকানের জন্য টেবিল ও কিছু গ্যাস লাইট, টর্চলাইট, তালাচাবি মালামাল প্রদান করা হলো। ভিলেজ ভিশনের সভাপতি শরীফ খোন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা কামরুল ইসলাম মোহতামিম আগরপুর মাদরাসা, কারী আবুল কালাম মোয়াজ্জিন তাড়াশ উপজেলা পরিষদ জামে মসজিদ। ডাঃ রাজু আহমেদ, মোঃ আলহাজ, তাইবুর খন্দকার, সাকিব, তুহিন, মোঃ আপন, সহ অত্র এলাকার গন্যমান্য বাক্তিবর্গ।