
সাইফুল ইসলাম সাকিব-
“সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে প্রত্যন্ত এলাকার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, কৃষিসহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে।
এসময় তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ,উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Please follow and like us: