৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মংলায় ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী পলাতক 




মংলায় ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী পলাতক 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৪, ১৮:৩২ | 622 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মংলায় ভাড়া বাসা থেকে আনিকা (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে তার স্বামী একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখ (৩০)। তাদের তাসনিম নামের ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত ৮মাস যাবত আনিকা ও তার স্বামী তুফান এখানে ভাড়া বাসায় থাকতেন। সোমবার সকালে মেয়ের (আনিকা) মামাকে তুফান ফোন করে বলেন আপনার ভাগ্নি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মেয়ের মামা বাড়ীতে এসে দেখেন ঘরের দরজা বাহির থেকে শেকল দিয়ে আটকানো রয়েছে। পরে শেকল খুলে ভিতরে ঢুকে দেখেন তার ভাগ্নি (আনিকা) খাটের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে।
নিহত আনিকার মা বলেন, আনিকা তার নানা বাড়ীতে থাকাকালীন সময়ে প্রেম করে তুফানকে বিয়ে করেন। তুফান বেকার থাকার কারণে তাদের মধ্যে এরাই ঝগড়া বিবাদ চলে আসছিল। কয়েকদিন আগেও তুফান তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। রাগ হলে প্রায়ই সে বলত আনিকাকে মেরে ফেলবে। সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।
এ বিষয় মংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে একজন মহিলার লাশ উদ্ধার করেছি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটা হত্যা হতে পারে। তবে লাশ ময়না তদন্তের পর হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে। তার স্বামী তুফান পলাতক রয়েছে তাকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET