মণিরামপুর (যশোর) থেকেঃ- মণিরামপুর পৌরশহরে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে।গত রোববার গভীর রাতে চোরেরা ছাদের ওপর লোহার ছাউনি কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।খবর পেয়ে গতকাল সোমবার মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসকে জুয়েলারি নামের ওই দোকানে মালিক জগন্নাথ সিংহ জানান, ইতোপূর্বে তার দোকানে দুই বার চুরি হয়েছে।সর্বশেষ গত রবিবার রাতে চোরেরা তার দোকান থেকে আড়াই ভরি স্বর্ণসহ নগদ অর্থ নিয়ে গেছে।
জুয়েলারি সমিতির সম্পাদক গোবিন্দ ঘোষ জানান, থানা পুলিশের সাথে বৈঠক হওয়ার কথা আছে।আলোচনায় যদি সন্তোষজনক কিছু না হয় তাহলে আজ মঙ্গলবার থেকে তারা দোকান বন্ধ করে আন্দোলনে যাবে।