১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মাঠ পর্যায়ে নিরলসভাবে দলের হয়ে কাজ করতে হবে: সেলিমা আহমাদ এমপি




মাঠ পর্যায়ে নিরলসভাবে দলের হয়ে কাজ করতে হবে: সেলিমা আহমাদ এমপি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০১৯, ১৪:০১ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. তপন সরকার,  হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে দলীয় কার্যালয় আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কেটে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতিথির বক্তব্যে বলেন, যুবলীগ হল আওয়ামীলীগের অন্যতম প্রাণশক্তি। যুবলীগ থেকেই আওয়ামীলীগের পরবর্তী নেতৃত্ব তৈরি হয়। দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের প্রতি আস্থা, দলের প্রতি প্রগাঢ় ভালবাসা দেখাতে হবে যুবলীগের নেতাকর্মীদের। মাঠ পর্যায়ে নিরলসভাবে দলের হয়ে কাজ করতে হবে। এসময় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামীলিগের পক্ষ থেকে যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. নজরুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম,আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, যুবলীগনেতা জহিরুল ইসলাম কিশোর, ভাষানিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,যুবলীগ নেতা কায়সার আহমেদ বেপারী, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শতাধিক নেতা-কর্মীদের নিয়ে মাথাভাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বেপারী এবং আছাদপুর ইউনিয়ন যুবলীগের নেতা আলাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে বিশাল শোডাউন শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে র‌্যালি মিলিত হয়
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET