
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা, ও বন্ধু …….। বিখ্যাত গায়ক ভুপেন হাজারিকা’র গানের সুরেই বলতে হচ্ছে হ্যাঁ, সত্যিই মানুষ মানুষের জন্য। তাইতো হুইল চেয়ার চেয়ে প্রতিবন্ধি স্বপনের আকুতি শুনতে পেয়ে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেন মালয়শিয়া প্রবাসী শফিউল আলম শিবলু। মানবিক দানশীল এই ব্যক্তি বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রাামের ও শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী সরদার এবং মোছা. শেফালী বেগমের সন্তান পরিবারের ৫ সন্তানের মধ্যে তিনি বড়। শফিউল আলম শিবলু বাংলাদেশ অনলাইন আওয়ামী টিমবোট বগুড়া জেলা শাখার বর্তমান সভাপতি এবং বগুড়া নিউজ এক্সপ্রেস ডটকম এর সম্পাদক ও প্রকাশক।২৪ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫ টায় প্রতিবন্ধি স্বপনের বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার হস্তান্তর করেন গাড়িদহ মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন টেক্সট এইড ট্রিম সলিউশন এর পরিচালক একেএম তৌহিদুজ্জামান পলাশ, আব্দুল আলিম, প্রাক্তন সেনা সদস্য মোঃ খোরশেদ আলম সহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে হাসি ফুটে উঠে স্বপনের চোখে মুখে। আত্মহারা সে আকাঙ্খিত এই হুইল চেয়ার পেয়ে।
Please follow and like us: