
সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারের উদ্যোগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র, অসহায় ৪শত পরিবারের মাঝে ফুড প্যাকেজ এবং ৬শত জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে ।
শনিবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ পৌরশহরের জে, সি রোডস্থ ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ কার্যালয় হতে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ এর সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার।
বিতরণ কার্যক্রমের সার্বিকভাবে দায়িত্ব ছিলেন, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক প্রফেসর মো. মাসুদ রানা। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সার্জন্ট এস.এম. রফিকুল ইসলাম, মো. হেলাল আহমেদ, মো. আব্দুস সালাম, মো. শাহাদত মন্ডল, এসময় ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সদস্য , সহসাধারণ সম্পাদক মো. শাজাহান ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, মো. নজরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
দরিদ্র, অসহায়, দুঃস্থ মানুষেরা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে খুশি হয়ে ব্যবসায়ী হাজী মো: আব্দুস সাত্তারের জন্য দোয়া করেন।