
গোপালগঞ্জের মুকসুদপুরে ২দিন ব্যাপি ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি এই স্লোগানকে সামনে রেখে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফারুক খান মিলনায়তনে ই-ষ্টল সাজিয়ে আগামী জলবায়ু মোকাবেলার জন্য বিদ্যালয় শিক্ষার্থরা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনা প্রদর্শন করে।
উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় অংশ গ্রহন করে মুকসুদপুর সরকারী কলেজ, সরকারী সাবের মিয়া জসিমউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, বাটিকামারী স্কুল এন্ড কলেজ, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, জে,কে,এম,বি মল্লিক উচ্চ বিদ্যালয়, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর ফাজিল মাদ্রাসা।
মেলা সমাপনী অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেন ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ আলী মোল্যা, সরকারী সাবের মিয়া জসিমউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল প্রমুখ।