সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের তিলিপ ওয়ার্ড বিএনপি সভাপতি একই গ্রামের মাওলানা মমতাজ উদ্দিনের (৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুমিল্লা মডার্ণ হাসপাতালে অসুস্থ মেয়ে উলপাত জাহান মায়াকে ও তার নবজাতক শিশুকে দেখতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লা শহরের দক্ষিণ আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওলানা মমতাজ উদ্দিন ৮কন্যা ও ১পুত্র সন্তানের জনক।
নিহতের আত্মীয় সাংবাদিক শিহাব উদ্দিন খন্দকার বলেন, মাওলানা মমতাজ উদ্দিন আমার ফুফা। তিনি কুমিল্লা শহরের মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ কন্যা মায়া ও তার নবজাতক শিশুকে দেখতে আসেন। সিএনজি অটোরিক্সা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপি নেতা মাওলানা মমতাজ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, মৌকরা ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।
বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া মাওলানা মমতাজ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, মাওলানা মমতাজ উদ্দিন ছিলেন জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ। তিনি স্বৈরাচারি হাসিনার আমলে বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন। সর্বশেষ গত ৫ আগস্টের সরকার পতনের আন্দোলনেও তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। আমি তাঁর মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।