বাগেরহাটের মোংলায় ইসকন ইস্যুতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা পংকজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, বিএনপি নেতা খোরশেদ আলম, আবু হোসেন পনিসহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল চন্দ্র রায়সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোন বিভেদ তৈরি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দলের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ প্রদান করেন। বিশেষ করে হিন্দুদের সুরক্ষায় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
Please follow and like us: