
বাগেরহাটে এক কৃষকের ঘরে আগুন লেগে ঘর ও ঘরে থাকা সকল মালামাল ভস্মীভূত হয়েছে। ফলে সর্বশান্ত হয়েছে ওই কৃষক। ঘটনাটি ঘটেছে জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নের ধরেধোয়া এলাকার মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে হাওলাদার কামাল মাহমুদের বাড়িতে। ধান সুপারি মূল্যবান কাগজপত্র সহ পুরো ঘরটি আগুনে ভস্মীভূত হয়েছে বলে স্থানীয়রা জানায়।
স্থানীয়রা আরো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার চিৎকার শুনে বিভিন্ন জায়গা থেকে পানি এনে আগুন নিভানোর চেষ্টা করা হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা চার দিকে ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যে ঘর ও ঘরের মধ্যে থাকা ফ্রিজ, স্মার্ট টিভি, খাট, সিলিং ফ্যান,শোকেজ ,আলমারি, নগদ থাকা, দলিল স্বর্ণালংকার, ধান ও সুপারি সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে ওই কৃষকের ১৫ লক্ষাধিক টাকার অধিক ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক ভুক্তভোগী হাওলাদার কামাল মাহমুদ বলেন, আমাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেটি ঢাকায় গার্মেন্টসে চাকরি করে এবং মেয়েটি এইচ এস সি পড়াশুনা করছে। ঘটনার দিন আমরা পার্শবর্তী একটি বাজারে গিয়েছিলাম। আগুন লাগার খবর শুনে দ্রুত বাড়িতে এসে দেখি আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে। স্থানীয়রা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে বললেও আমার কিছুটা সন্দেহ রয়েছে। প্রকৃত তদন্তের জন্য এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
Please follow and like us: