মোঃসোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি :- ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পশু হাটের তুতু মিয়ার খাটাল থেকে মঙ্গলবার রাতে ৯ টি জেব্রা উদ্ধার করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত জেব্রাগুলোর মূল্য প্রায় এক কোটি টাকা।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একটি চোরকারবারী চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে ১০টি জেব্রা ভারতে পাচারের উদ্দেশে শার্শা বাগআঁচড়া পশুর হাটের পাশে তুতু মিয়ার খাঠালে রেখেছে। এধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জেব্রা গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি জেব্রা মারা গেছে। উদ্ধারকৃত জেব্রা গুলি কার্টুনে করে ভারতে পাচারের জন্য ঢাকা থেকে সীমান্ত এলাকায় আনা হয়েছে বলে তিনি জানান। শার্শা সীমান্তকে পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
উদ্ধার হওয়া জেব্রাগুলোর কোনো মালিক খুঁজে পায়নি ডিবি পুলিশ। শার্শা উপজেলার সাতমাইল গরু হাটের দিন ছিল মঙ্গলবার। গরু হাটের খাটালে খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল ১০টি জেব্রা। এর মধ্যে একটি জেব্রা মারা যায়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার বলেন, সাদা-কালো ডোরা কাটা দাগের নয়টি জীবন্ত ও একটি মৃত্যু জেব্রা উদ্ধার করে যশোর পুলিশ লাইনে রাখা হয়েছে। যা বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
Please follow and like us: