বাগেরহাট জেলা সদরের প্রাচীন এবং অন্যতম বৃহত্তম যাত্রাপুর বাজার পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জেলা যুবদলের সাবেক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগ। শুক্রবার (১৫ই নভেম্বর) বিকেলে যাত্রাপুর বাজার পানের চান্দিনায় স্থানীয় বাসিন্দা এবং যাত্রাপুর বাজারের স্থায়ী ব্যবসায়ীদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক হিসেবে তাকে মনোনীত করা হয়।
এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যাত্রাপুর বাজার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ৫ই আগস্ট এর পর বাজার পরিচালনা কমিটির সদস্যগন বাজারে উপস্থিত এবং ঠিকমতো বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় জরুরী সভা ডেকে মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। বাজার পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২৩ সদস্য বিশিষ্ট যাত্রাপুর বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হবে আগামী দুই বছর পর। মনিরুজ্জামান সোহাগ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় বাজার পরিচালনা কমিটি তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
Please follow and like us: