১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২৪, ০৫:১১ | 640 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে নতুন বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় রাজশাহীতেও প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সরোজমিন দেখা যায়, নগরীর বাস টার্মিনাল, আলুপট্টি মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট, মনিচত্বর, লক্ষ্মীপুর, রেলগেট, বর্ণালী, ট্রাফিক মোড়সহ এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও রেড ক্রিসেন্ট সদস্যরা এ দায়িত্ব পালন করছেন। দেশের সংকট মুহূর্তে যখন পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছেন, ঠিক তখনই শিক্ষার্থীদের এমন ভূমিকায় খুশি পথচারীরাও।
রাজশাহীর সাহেব বাজারে আসা ষাটোর্ধ্ব পথচারী নাজমুল আলম বলেন, ‘নতুন প্রজন্মকে আমরা মোবাইল আসক্ত আর অলস হিসেবেই জানতাম। কিন্তু এই প্রজন্ম আমাদের সামনে নতুন পরিচয় এনেছে। নিজের জীবন দানের বিনিময়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। তারা একটা দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে। এই প্রজন্মই দেশকে সুন্দরভাবে সাজাবে বলে আশাবাদী।’
গৃহিণী শারমিন হুদা বলেন, ‘কয়েক দিন পর বাজারে এলাম। শিক্ষার্থীরা রাস্তাঘাট পরিষ্কার করছে। ট্রাফিক দেখাশোনা করছে। তাদের এসব কাজ প্রশংসার দাবিদার।’
রেলগেটে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন নগরীর অগ্রণী স্কুল ও কলেজের স্কাউট সদস্য আফরা তাসনিম অওরা। তিনি বলেন, ‘দেশ তো ধ্বংসস্তূপ হয়ে আছে। কোথাও আইনশৃঙ্খলা ঠিক নেই। এই মুহূর্তে নিজ দেশের জন্য যদি আমরা না আসি, তাহলে কখন দেশের জন্য কাজ করবো? সেজন্য শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় আছি।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET