১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই ইমারত শ্রমিকের মৃত্যু




রাজশাহীতে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই ইমারত শ্রমিকের মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৫, ২০:০০ | 633 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে নির্মানাধীন ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুইজন ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়তা তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়েগেলে প্রয়োজণীয় পরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইমারত শ্রমিকরা হলেন, সুমন (৩৫), তিনি নগরীর কর্ণহার থানার বেজোড়া এলাকার মোঃ সেরাজের ছেলে ও আনারুল (৩৫), তিনি একই থানার পাতাস মোন্না এলাকার মোঃ আব্দুল রাজ্জাক খোকার ছেলে।
এ ব্যপারে জানতে চাইলে ঠিকাদার মোঃ মিজানুর রহমান জানান, ভবনের ছাদ থেকে পড়ে দুইজন ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের লাশ রামেক হাসপাতাল মর্গে রয়েছে। থানা থেকে ক্লিয়ারেন্স দিলে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
স্থানীয় বাসিন্দা জীবন জানায়, বিল্ডিং নির্মানে ব্যপক অনিয়ম রয়েছে। পাশের একটি বাড়ির জমিতে দুই ফিট ভবনের জায়গা ঢুকে গেছে। তিনি আরও বলেন, নির্মাণ শ্রমিকদের শরীরে কোন প্রকার সুরক্ষা পোশাক ছিল না। নিহত শ্রমিকদের পরিবারের সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে বিল্ডিং মালিকের মিমাংসার আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি।
তবে ভবনের মালিক ও শামসুজ্জামান তুহিন এবং রাজপাড়া থানার ওসির মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তারাফোন রিসিভ করেননি।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET