
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর অভিযান চালিয়ে মাদকদ্রব্য-সহ ৪জন, ওয়ারেন্টভুক্ত ৬জন এবং অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #
রাজশাহী মহানগরীতে বিলুপ্ত ক্লাবের নামে চাঁদাবাজির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীতে গোল্ডেন সাণশাইন নামে একটি বিলুপ্ত ক্লাবের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ক্লাবটি গত প্রায় ২০-২৫ বছর পূর্বে নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকায় ছিলো বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ২০-২৫ বছর পূর্বে বালিয়াপুকুর মসজিদের পশ্চিম-পাশে রাস্তার ধারে গোল্ডেন সাণশাইন নামে ক্লাবটি ছিলো। কিন্তু রাস্তা প্রসস্ত হওয়ায় ক্লাবটি ভাঙ্গা পড়েছে। পরে আর কখনই ওই ক্লাবটি’র ঘর বা কোন অবকাঠামো তৈরী করা হয়নি। নতুন বছরে বালিয়াপুকুর এলাকার কিছু স্বার্থন্বেশি ও অসাধু লোকজন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিভিন্ন স্থান থেকে চাঁদা উঠিয়ে নিজের পেট ভরেছেন বলে দাবি করেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি রাজশাহীর নগরীর বাইরে থেকে এসে মাটি কিনে বাড়ি করেছি। এই এলাকার অধিকাংশ বাসিন্দারাই বাইরে থেকে আসা। তারাও আমার মতো মাটি কিনে বাড়ি করেছে। তাই কাহারও পক্ষেই স্থানীয় চাঁদাবাজদের নাম বলা সম্ভব না। তিনি আরও বলেন, চুরি বন্ধের অজুহাত দেখিয়ে আবাসিক এলাকায় নাইট গার্ড রাখবে বলে বর্তমানে চাঁদা উঠানোর চেষ্টা করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের চাঁদা উঠানো চাঁদাবাজরা। তবে তারা সকলেই ২৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, একই ওয়ার্ডের (বহিস্কৃত) কাউন্সিলর মোঃ আনারুল আমিন আজব ও সাবেক মন্ত্রী শাহারিয়ার আলমের আস্তাভাজন ও তার পিতা শামসুদ্দিনের সহযোগী আওয়ামী কর্মী আব্দুল হান্নানের লোকজন।
এ ব্যপারে জানতে চাইলে মোঃ ইকবাল হোসেন বলেন, প্রত্যেক বছর আমরা নিজ এলাকায় খেলাধুলা ও সাংস্কৃতীক অনুষ্ঠান করে থাকি। তাই হয়তো চাঁদা উঠিয়েছিল কেউ। তবে নাইট গার্ড রাখা না রাখা এলাকাবাসীর ব্যক্তিগত বিষয়। ২৭নং ওয়ার্ডের (বহিস্কৃত) কাউন্সিলর মোঃ আনারুল আমিন আজবের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।