কুড়িগ্রামের রাজারহাটে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অভিনব কায়দায় প্রতারণার শিকার হয়েছে।
জানা যায়, ১৪ জুলাই বুধবার ৩ ঘটিকায় সরিষাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক বেতন ও বোনাসের ৪৩,৫০০ টাকা সোনালী ব্যাংক রাজারহাট শাখা হতে টাকা উত্তোলন করার সময় ভদ্র লোক সেজে পাশেই দাঁড়িয়ে ছিল এক প্রতারক। ওই অপরিচিত প্রতারক সহকারি শিক্ষককে টাকাগুলো কাগজে মুড়িয়ে নিতে বলেন। সহকারি শিক্ষক বয়স্ক হওয়ায় ও সহজ-সরল মনে ৪৩,৫০০টাকা ওই প্রতারকের হাতে দিলে প্রতারক টাকাগুলো কাগজে মুড়িয়ে সহকারি শিকক্ষকে দিলে তিনি ওই অবস্থায় তার প্যান্টের পকেটে রেখে দেন। পরে ওই শিক্ষক এক ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে টাকা দিতে গিয়ে কাগজে মোড়ানো বান্ডিল খুলে দেখেন সব সাদা কাগজ। তাৎক্ষণিক প্রতারককে খুজাখুজি করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ম্যানেজার বলেন, সামনে
ঈদুল আযহাকে কেন্দ্র করে অনেকেই ভদ্রতার মুখোশ পড়ে প্রতারণা করার জন্য ব্যাংকের আশে-পাশে থাকলে তাদেরকে চিহ্নিত করা খুবেই কষ্টকর। তাই ঘটনার পর থেকে আমরা সর্তক থাকবো এবং প্রতারককে ধরার জন্য চেষ্টা করবো পাশাপাশি সকলের সহযোগিতায় চাই। এছাড়া আর যেন কেউ প্রতারণার শিকার না হয় এজন্য সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি।
Please follow and like us: