
রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে এই প্রতিপাদ্যে রবিবার(১৭মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচী মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সহকারী কমিশনার(ভুমি) রাশেল ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান প্রমূখ। এ সময় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দু, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।