
ছাগলনাইয়া পৌর নির্বাচনে ৬ নং বাঁশপাড়া ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল করিম সরকার সোহাগ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। রবিবার (২৪ অক্টোবর) বিকেলে বাঁশপাড়া বটতলী বাজার থেকে সোহাগের সমর্থকবৃন্দ একটি নির্বাচনী মিছিল করে। মিছিলটি বাঁশপাড়া ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের জিরো পয়েন্টে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বারের সভাপতিত্বে এসময় বক্তব্য প্রদান করেন, জেলা জাসদের সহ সভাপতি নুরুল আমিন, বাঁশপাড়া ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্লাহ ভুইয়া। এসময় রেজাউল করিম সরকার সোহাগের সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।