চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে রেলমন্ত্রী মুজিবুল হক এমপির অনুষ্ঠানে যাওয়ার পথে প্রভাবশালী আ’লীগ নেতা রাসেল মশিউর রহমানের উপর হামলা করেছে চিহ্নিত দুই ব্যক্তি। গতকাল শনিবার বেলা আনুমানিক এগারটায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা-কনকাপৈত সড়কে এ ঘটনা ঘটে। রাসেল মশিউর রহমান কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয় সুত্রে জানা গেছে, আ’লীগ নেতা রাসেল মশিউর রহমান শনিবার সকালে পাশ্ববর্তী ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর অনুষ্ঠানে যেতে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের একত্রিত করার জন্য ফোন করছে। এমন খবরে স্থানীয় মকবুল ও মিনার নামের আ’লীগ সমর্থিত দুই নেতা তাকে পিটিয়ে মারাত্মক জখম করে। এতে তার শরীরের বিভিন্নস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। অবিলম্বে আ’লীগ নেতা রাসেল মশিউর রহমানের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন স্থানীয় জনগণ ও আ’লীগের নেতাকর্মীরা।