৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • র‍্যাগিংয়ের শিকার হয়ে হসপিটালের ভর্তি  বশেফমুবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহাদ।  




র‍্যাগিংয়ের শিকার হয়ে হসপিটালের ভর্তি  বশেফমুবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহাদ।  

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২৪, ২২:২৮ | 625 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে র‍্যাগিং এর  শিকার হয়েছেন সিএসই ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ( ডাকনাম ফাহাদ)  ।
 ঘটনাটি ঘটেছে ৪ঠা সেপ্টেম্বর আনুমানিক রাতে ২ টা ২০ মিনিটের সময়।  ঘটনাটি শুরু হয় গত রাত ৩ সেপ্টেম্বর থেকে। প্রথমে রাত ১১.৩০ টার দিকে ৩য় ব্যাচ এবং ৪র্থ ব্যাচের মিটিং হয়। মিটিংয়ে ভিক্টিম কে উদ্দেশ্য প্রণোদিতভাবে বোলিং এবং গালাগালি করার হয়।এই সময় মাত্রাতিরিক্ত হলে ভিক্টিম প্রতিবাদ করেন।এবং পরবর্তীতে সে ক্ষমাও চান ৩য় ব্যাচের কাছে।
এই বিষয়ে ভিক্টিম আব্দুল আহাদ ফাহাদ বলেন-“আমি রাত ১১টার দিকে নামাজ পরে আসি রাত ১১.৪০ দিকে ৩য় ব্যাচের সিনিয়র বড় ভাইরা আমাকে ডেকে নিয়ে যায় এবং আমাকে গালাগালি করা শুরু করেন।এই সময় আমি বলি আমরা ৪র্থ ব্যাচ কিন্তু বিপ্লবী হয়ে উঠবো।এই কথা শুনে সৈকত ভাই আমার উপর প্রচুর রাগান্বিত হয়ে  গালাগালি শুরু করেন।তারপর আমি মাফ চেয়ে রুমে চলে আসি এবং আমি ঘুমিয়ে পড়ি।তারপর রাত ২ টায় সৈকত ভাই আর নাম না জানা একজন ডেকে নিয়ে যায়।এই সময় আমাকে ২০-২২ জন মানসিকভাবে অনেক নির্যাতন করেন। তারা গালি-গালাজ,  হুমকি-ধামকি, এবং জীবন-নাশের ভয় দেখান ।  এভাবে এক সময়  আমি অজ্ঞান হয়ে যাই।”
 “তাদের মধ্যে ছিলো গনিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী  অপি, বেলায়েত হোসাইন, আলামিন, সিফাত,  সিএসই চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুর রহমান আদর, সিএসই ৩য় বর্ষের শিক্ষার্থী  মারুফ মোর্শেদ(২০১৯-২০২০ শিক্ষাবর্ষ)।  গনিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ,  সমাজকর্ম চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমজাদ, ইকরাম,  সমাজকর্ম ৩য় বর্ষের শিক্ষার্থী সৈকত এবং নাম না জানা আরোও কয়েকজন  ।
এদের মানসিক নির্যাতন এভাবে চলতে চলতে এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার সহপাঠীরা আমাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
এখনোও আমি অনেক অসুস্থ।”
নাম প্রকাশে অনিচ্ছুক ভিক্টিমের রুমমেট জানান-“আজ রাত অর্থাৎ ০৪-০৯-২০২৪ ইং তারিখে রাত ২.৩০ মিনিটে মির্জা আজম হলের ৩০৯ নম্বর রুম থেকে সিএসই ২য় বর্ষের ফাহাদ কে সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের  শিক্ষার্থী সৈকত ১০৫ নম্বর রুমে ( গেস্ট রুম) ডেকে নিয়ে যায়। প্রায়  ২ ঘন্টা পর তারা ফাহাদ কে নিজ রুমে অজ্ঞান অবস্থায় প্রায়  রাত ৪.৩০ মিনিটে রেখে চলে যায়।”
 অভিযুক্ত সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফুর রহমান আদর জানান, “আমরা হলের সিনিয়র জুনিয়র একটা পরিবার। আমরা পরিবারের বিষয়গুলো বাহিরে আনতে চাচ্ছি না। আমরা নিজেরাই ডেকেছিলাম অজ্ঞান হওয়ার বিষয়ে তিনি বলেন ভোর ৫ টার সময় ১০৫ নম্বর রুমে অজ্ঞান হয়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেহরাব হোসাইন অপি বলেন, “এখানে র‍্যাগিং এর দাবি পুরোপুরি ভিত্তিহীন। আমরা সিনিয়র জুনিয়র একসাথে থাকি বিভিন্ন কারণে মনমালিন্য হতে পারে এমন একটা বিষয়ে আমরা সিনিয়র জুনিয়র মতবিনিময় করেছিলাম। সেদিন রাতে না ঘুমানোর কারণে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা তাঁর মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করি।”
সহকারী প্রক্টর(চলতি দায়িত্বপ্রাপ্ত)  ড. আব্দুস ছাত্তার  বলেছেন “যেহেতু  এটা র‍্যাগিং এবং বুলিং এর বিষয়, তাই আমি তাদের কে তাদের  এবং  বুলিং কমিটি বরাবর অভিযোগ  করতে বলেছি।”
  এই বিষয়ে বুলিং এবং র‍্যাগিং কমিটির আহ্বায়ক ড. মৌসুমী আক্তার জানান “তিনি রাত ৭ টায় অবগত হয়েছেন।”এর শিকার হলেন বশেফমুবিপ্রবির সিএসই বিভাগের একজন শিক্ষার্থী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET