১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা জারি রাবি ছাত্র সংসদ নির্বাচন ২ হাজার পুলিশ ১২ প্লাটুন র‌্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে, পুলিশ কমিশনার।




শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা জারি রাবি ছাত্র সংসদ নির্বাচন ২ হাজার পুলিশ ১২ প্লাটুন র‌্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে, পুলিশ কমিশনার।

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৫, ১৮:৫৯ | 637 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরএমপি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত মোট তিন দিনব্যাপী এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ, বুধবার (১৫ অক্টোবর) রাত ১২টা ১মিনিট থেকে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও, এই সময়ে মাইকিং, আতশবাজি ও পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। ক্যাম্পাসের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী এলাকায় কোন প্রকার অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি এবং বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার করা যাবে না।
তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এই নিষেধাজ্ঞাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৩ অক্টোবর এই আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে দুই হাজার পুলিশ সদস্য ও ১২ প্লাটুন র‌্যাব এবং ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক যৌথ বৈঠক শেষে আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET