২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • শীতের মৌসুমে লাউ চাষে সাফল্য কৃষক সিরাজ মাহাজনের, আগ্রহ বাড়ছে অন্যদের। 




শীতের মৌসুমে লাউ চাষে সাফল্য কৃষক সিরাজ মাহাজনের, আগ্রহ বাড়ছে অন্যদের। 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২৪, ২২:৫২ | 626 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পুকুরপাড় সহ প্রায় ৫০ শতাংশ জমিতে কৃষি অফিসে পরামর্শ অনুযায়ী হাইব্রিড লাউ চাষ করে  তাক লাগিয়ে দিয়েছে মাহারকান্দি গ্রামের কৃষক  সিরাজ মাহাজন। তিনি এখন বিভিন্ন জাতের লাউ চাষ করছেন।
সরেজমিনে উপজেলার চাদঁপুর ইউনিয়নের মাহারকান্দি গ্রামে গিয়ে দেখা গেছে, পুকুরপাড় সহ তার ৫০ শতাংশ জমিতে মার্টিনা সুপার,  বাদশা,নাইস গ্রীন এই তিন জাতের শীতকালীন হাইব্রিড লাউ চাষ করেন,,তার মাচাতে এখন
শত শত লাউ ঝুলছে তার পুকুরপাড় সহ তার জমিতে এখন সবুজের সমারোহ।
সফল লাউচাষী সিরাজ মাহাজন জানান,
বর্ষাকালে লাউ চাষ করে আমি সাফল্য পেয়েছি,এখন শীতের মৌসুমে লাউয়ের ফলন অনেক ভালো হয়েছে দাম অনেক বেশি,,
তাই কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী শীত
মৌসুমে লাউ চাষ করে এবারও সাফল্য পেয়েছি,, তার লাউ চাষে খরচ হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা, এখন তিনি প্রতি পিস লাউ বিক্রি করছেন ৬০-৭০ টাকায়, দেড় থেকে দুই লক্ষ টাকা লাউ বিক্রি করতেন পারবেন বলে জানান তিনি।
তিনি আরো জানান,,জমিতে মাচা করতে বাঁশ, তার, সুতা, সার, বীজ, কামলা বাবদ প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি এ পর্যন্ত ৩০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন এবং আরো   দেড় লক্ষ টাকার লাউ বিক্রি হবে বলে আশা করছেন। লাউ শেষ হলে অন্যান্য সবজি চাষ করবেন বলে জানিয়েছেন। তিনি লাউ গাছে রাসায়নিক কীটনাশক স্প্রে করেন না। প্রাকৃতিক পদ্ধতিতে পোকা মাকড় দমন করেন। এবং এলাকার কৃষকরা প্রতিনিয়ত তার কাছে পরামর্শ নিতে আসে, তার মাচায় এখন যাকে যাকে লাউ।
স্থানীয় লোকেরা জানান, শীতকালীন লাউ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সিরাজ মহাজন
সিরাজ মাহাজনের মত কৃষি অফিসের পরামর্শ নিয়ে আমরাও লাউ চাষ করার জন্য পরিকল্পনা করতেছি। এবং কৃষি অফিস যদি গ্রামের কৃষকদের সহযোগিতা করে তাহলে লাউ চাষ বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান,
বর্ষাকালে লাউ চাষ করে লাভবান হয়েছেন সিরাজ মহাজন তেমনি শীতকালেও তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ৩ জাতের হাইব্রিড লাউ চাষ করে সাফল্য পেয়েছেন তিনি। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী অল্প দিনে এই হাইব্রিড লাউ চাষ করে, কৃষকরা অধিক লাভবান হবেন বলে জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET