“স্রষ্টার দয়ায় সৃষ্টির সেবা” স্লোগান নিয়ে এগিয়ে চলা শুভেচ্ছা ফাউন্ডেশন কোমলমতি শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। বাগেরহাট জেলার বিভিন্ন স্থানের অসহায় ও পথ শিশুদের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে এই ঈদের পোশাক বিতরণ করা হয়। একদিন থেকে ১০ বছর বয়সি পর্যন্ত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করে তারা। ঈদে নতুন পোশাক হাতে পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে অসহায় ও পথশিশুর দল।
পথ ও অসহায় শিশুদের মাঝে প্রত্যেকটি ঈদে পোশাক বিতরণ অব্যাহত রেখেছে শুভেচ্ছা ফাউন্ডেশন। প্রচন্ড শীতের মাঝেও শীত বস্ত্র বিতরণ করে তারা। তাছাড়া সুখী ও পানি সংকট এলাকায় এ পর্যন্ত বেশ কয়েকটি গভীর নলকূপ স্থাপন করেছে শুভেচ্ছা ফাউন্ডেশন।
ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেচ্ছা ফাউন্ডেশনের প্রতিনিধি শেখ মোঃ জাহিদুল ইসলাম, এডভোকেট শিকদার ইমরান হোসেন, সাংবাদিক কামরুজ্জামান শিমুল, মাওলানা মোঃ রকিবুল ইসলাম, শাকিব খানসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
Please follow and like us: