৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শেখ হাসিনা ডোনাল্ট ট্রাম্পের ছবি দিয়ে রাজনীতি শুরু করছে -বাগেরহাটে আজিজুল বারী হেলাল




শেখ হাসিনা ডোনাল্ট ট্রাম্পের ছবি দিয়ে রাজনীতি শুরু করছে -বাগেরহাটে আজিজুল বারী হেলাল

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৪, ০৩:৩০ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শেখ হাসিনা রাজনৈতীকভাবে এমন ভাবে দেওলিয়া হয়েছেন যে এখন পিতার ছবি বাদ দিয়ে ডোনাল্ট ট্রাম্পের ছবি ব্যবহার করে রাজনৈতিক মাঠে পানি ঘোলার চেষ্টা করছে । তিনি আরো বলেন, আধ্যাতিক শহর বাগেরহাট, এই বাগেরহাটে বিএনপির জয় অনিবার্য। এসময় তিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে গত ১৭ বছরে সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক নূরে আলম তানু ভুঁইয়া, ছাত্রদল নেতা এমাদুল, সাব্বির ও বিএনপি নেতা সজীব তরফদারের খুনিদের দ্রæত ফাঁসির দাবি জানান। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে স্বৈরাচারি শেখ হাসিনা ও তার দোসররা। তাদের এ ষড়যন্ত্র কখনো এ দেশের জনগন আর মেনে নেবে না। আগামীতে রাজপথে থেকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আগ পর্যন্ত বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান।
রবিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাগেরহাট জেলা সেচ্ছাসেবকদল ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম তানু ভূইয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচীব মোজাফ্ফর রহমান আলম। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নেছার উদ্দিন সফি, সেচ্ছাসেবক দলের খুলনা জেলা সভাপতি মোঃ তৈয়বুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, হাদিউজ্জামান হিরো, নিহত তানু ভুইয়ার স্ত্রী আখি আক্তার, ভাই আব্দুল কাশেম সেলিম ভুইয়া প্রমূখ।
সমাবেশ শেষে চিহ্নিত আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET