
শেষ হলো ছাগলনাইয়া উপজেলা প্রশাসন’র উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সেমিনার ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ সভাকক্ষে সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ের প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ ।