১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ




শ্রীপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

nayaalo

আপডেট টাইম : মে ১২ ২০২৩, ১৯:১০ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগ নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় শতাধিক নারী পুরুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলন করেছে আওয়ামিলীগ নেতা। গতকাল শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলা বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

 

ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা মো. তোফাজ্জল হোসেন শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ।

স্থানীয় বাসিন্দারা জানান, একজন সহজসরল মানুষ আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি নাকি বিএনপির মদদদাতা। আসলে তার রাজনীতি শুরু হয়েছে আওয়ামীলীগের রাজনীতির মাধ্যমে একটি মহল আমাদের নেতার বিরুদ্ধে যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিষয়টি জানার পরপরই আমরা সবাই মিলে রাস্তায় এসে প্রতিবাদ করছি।

শ্রীপুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লাহ্ জানান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন আমাদের একজন পরিক্ষিত কর্মী। তাকে যাচাই-বাছাই করে আওয়ামীলীগের সভাপতি করা হয়েছে। আমরাও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

তোফাজ্জল হোসেন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি নাকি বিএনপির মদদদাতা, আমি নাকি জমি জবরদখল করে নিয়েছি। আজ শতশত নারী পুরুষ উপস্থিত হয়েছে এলাকার আপনার জিজ্ঞেস করেন আমি কারো এক শতাংশ জমি দখল করছি কিনা। কেউ বলতে পারবে না, অযথাই একটি পক্ষ আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম বলেন, এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET