গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতপৃষ্টে এক চোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় (২৮) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে শিশুরা ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে হেঁটে মক্তবে যাচ্ছিল।এ সময় কিতাব আলীর বাড়ির পাশে যাওয়ার মাত্রই বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা। পরে তাদের চিৎকার শুনে দৌঁড়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পাই। মরদেহের পাশে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল এবং একটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ খোয়া গেছে।
স্থানীয়দের ধারনা, সে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুতপৃষ্ট হয়ে মারা গেছেন এবং বিদ্যুতপৃষ্টে তার মৃত্যু হলে সহযোগীরা মালামাল নিয়ে গেলেও তার মরদেহে ফেলে রেখে পালিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।