
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এড.কাজী খান । রোববার বিকেল তিনটায় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধোর করে বের করে দেয়া হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় আবারও তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেয়ার পর পুনরায় বের করে দেয়া হয়েছে। ভোটারেরা ইভিএম মেশিনে ফিঙ্গার প্রিন্ট দেয়ার পর বুথে বসে নৌকা প্রতীকের কর্মী-সমর্থক ও প্রশাসনের কেউ কেউ বোতাম চেপে ইচ্ছেমতো ভোট দিয়েছেন। নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। আওয়ামীলীগের অধীনে অনুষ্ঠিত কেবলমাত্র এ নির্বাচনে সকল কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। ইভিএম পদ্ধতিকে প্রহসন ও পাতানোর ভোট প্রক্রিয়া দাবী করে ভবিষ্যতে সকলকে ইভিএম পদ্ধতির আওতায় নির্বাচনে অংশ না নেয়ার আহবান করেন। নির্বাচনের ফলাফল পরিবর্তন করা না হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হতো। এ নির্বাচন প্রত্যাখান করে সুষ্ঠু নির্বাচন দাবী করছি।
নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ সাংবাদিকদের বলেন, প্রার্থীদের অভিযোগগুলো ভিত্তিহীন। ফলাফল হাতেই লিখে দেয়ার নিয়ম। তাছাড়া যখন তাঁর এজেন্টদের বের করে দেয়া হয়েছে তখনই অভিযোগ করার দরকার ছিল। যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক সমাধান দেয়া হয়েছে।