
গাজীপুরর শ্রীপুর রিপার্টার্স ইউনিটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার শ্রীপুর পালিত হয়ছ। মহান বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সকাল সাড় ৭টায় শ্রীপুর মুক্তিযাদ্ধা কমপ্লেক্স স্মৃতিসৌধ-৭১ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। পরে শ্রীপুর রিপার্টার্স ইউনিটির সদস্যদের নেতৃত্বে একটি শোভাযাত্রা শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কগুলা প্রদক্ষিণ করে। এসময় শ্রীপুর প্রেসক্লাব ও শ্রীপুর উপজলা সাংবাদিক সমিতির সদস্যরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সকাল সাড় ৯টায় শ্রীপুর প্রেসক্লাব মাঠে এসে শোভাযাত্রাসহ কর্মসুচী সমুহের সমাপ্তি ঘটে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলাচনায় বক্তব্য রাখন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান প্রমুখ।
শ্রীপুর রিপার্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেইলী স্টার’র সাংবাদিক প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ বলেন, ১৯৯৭ সনের ১৬ ডিসেম্বর তথা মহান বিজয় দিবসের দিনটিত দলমত ও রাজনীতির বাইরে পেশাদারিত্বর একটি ভিনধর্মী প্লাটফর্মের সংগঠন হিসেব আত্মপ্রকাশ করে। সংগঠনটি একটি জবাবদিহিমুলক স্বছ গঠনতন্ত্রের ওপর ভিত্তি কর প্রতিষ্ঠিত হয়। অদ্যবধি সেই নীতিতে অটল থেক শ্রীপুর রিপার্টার্স ইউনিটি তার সাংগঠনিক কার্যক্রম এগিয় নিয়ে যাচ্ছে।
সংগঠনর সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন বলন, সুধারার সাংবাদিকতা বজায় রাখতে সুনামের সাথ সংগঠনটির অগ্রযাত্রা অব্যাহত রয়েছ। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক আহসান কবির বলেন, গণমানুষের কাছে সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষার তাগিদ থেকেই এ সংগঠন যাত্রা করে।
Please follow and like us: