সন্ত্রাসীদের গুলিতে নিহত সজীব তরফদারের আত্মার মাগফেরাত কামনা করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজের খুতবার আগে ডেমা ইউনিয়নের একটি মসজিদে স্থানীয় মুসল্লি এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান কালে সজীবের আত্মার মাগফিরাত কামনা করেন। সজীবকে নিয়ে বক্তব্য প্রদান কালে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আবেগ আপ্লুত হয়ে পড়েন। সে সময় তিনি নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন এবং সজীবের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন সজিবের সমাধিস্থলে যান এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। নেতাকর্মীদের নিয়ে আবারো তার আত্মার মাগফেরাত কামনা করে সজীবের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, মইন উদ্দিন আহমেদ ময়েন, আবুল কালাম আজাদ বুলু, আবু হানিফ শানু, হারুন শেখ, ফকির মাসুম বিল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সজিব তরফদার (৪০) বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক ছিলেন। মঙ্গলবার (৫ই নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে পৌছেলে একদল সন্ত্রাসী তাকে গুলি ও পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরদিন বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে কাশিমপুর বাজার মাঠে জানাযার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ এ ঘটনায় এখনো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Please follow and like us: