ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন সমিতির নির্বাচন শনিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে সদস্যদের কন্ঠ ভোটে সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন মিয়া নির্বাচিত হয়।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি খন্দকার আবুল বশর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোতন, এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পদক মুফতি ফয়জুল্লাহ, সংগঠনের সদস্য সাজু ভূঁইয়া, মোহন তালুকদার, মনির হোসেন, আবু সাঈদ বিন সালেহ সাইমুন ভূঁইয়া, কাউসার হামিদ, সাইমুম ভূঁইয়া, ইমরান হোসেন প্রমুখ।
নির্বাচন শেষে মতবিনিময় সভায় বক্তরা বলেন, ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয়ে আসছে, কিন্তু সাবেক কমিটির মেয়াদ ৩ বছর পূর্ণ হওয়ার পরও নির্বাচন না দেয়ায় সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তাই তারা গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন।