
এম.মনসুর আলী,সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- গত ২৭ এপ্রিল শুক্রবার সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দীন ভূঁইয়া তার সঙ্গীয় ফোর্স এসআই আবু বকর সিদ্দিক ,নাযেক মিটু চন্দ্র ঘোষ,মো.শাহাদাৎ হোসেনসহ গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানাধীন চুন্টা ঘাগড়ারজোর এলাকা থেকে অভিযান চালিয়ে ৫৬০০০০টাকা মূল্যের ৭০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন।এসময় পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালকসহ চারজনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন- ১।আ. রহমান(২০),পিতা-ফজলু মিয়া,২।মো.সেলমি মিয়া(৩৬),পিতা-আবু তাহের, ৩।জিয়ারমিন(১৮),পিতা-সিরাজুল ইসলাম চরু মিয়া,সাং-চর ইসলামপুর,থানা –বিজয়নগর এবং পিকআপ চালক মো.শাহজালাল(৩৫),পিতা-মৃত ফরিদ উদ্দিন,সাং-শাহবাজপুর,থানা-সরা