মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গায় হাই স্কুলের পাশে একটি লাউ ক্ষেত থেকে এক নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১১অক্টোবর) সকালে সলঙ্গা সদরস্থ মধ্যপাড়া ভরমোহনী (দাস পাড়া) গ্রামে লাউ ক্ষেতের মধ্যে থেকে এক নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আন্না রানী সকাল আনুমানিক ভোর সাড়ে ৫ টায় হাটতে বের হয়। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর পাচ্ছিলো না স্বজনরা ।পরবর্তীতে তাকে অনেক খোঁজা- খুজি করা হলে বাড়ির পাশে কালুর লাউ ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সাথে সাথে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত আন্না রানী সলঙ্গা (দাস পাড়া)গ্রামের মৃত বিজেন চৌকিদারের স্ত্রী।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী জানান, সকালে আমাদের কাছে খবর আসে যে লাউ ক্ষেতের ভিতরে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন বা কাটা-ফাটা দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের শেষে মৃত্যু কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Please follow and like us:










