
নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যাসহ সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ও হামলা-মামলার প্রতিবাদে মঙ্গলবার বরিশালের গৌরনদীতে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কলম বিরতি পালন করেন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
কলম বিরতি কর্মসূচি পালনের সময় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য এইচএম লিজন প্রমুখ।