দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশিরের পিতা মো. ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫৮ বছর।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় দিকে সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ঈদগা ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা করা হয়।
এরআগে গতকাল বুধবার রাত ৯ টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজিউন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের পিতার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম ও সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এসময় সাংবাদিকদের পক্ষে জানাজা নামাজ যে অংশগ্রহণ করেন, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সদস্য ও এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান। সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল। সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি, প্রেস ক্লাবের সদস্য ও রাজধানী টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়। এসময় জানাজা নামাজে অন্যান্য সাংবাদিক ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন।