এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা থেকেঃ- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী গ্রামে ঝর্ণা রানী ঘোষ (৩২) নামে এক গৃহবধু বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার উজয়মারী গ্রামের সরজিৎ ঘোষের স্ত্রী ও দেয়া গ্রামের চন্দ্র শেখরের কন্যা এবং ২ সন্তানের জননী। সরেজমিনে গিয়ে জানাযায়, সোমবার সন্ধ্যায় পুকুর থেকে হাঁস আনার সময় পুকুর পাড়ে নারিকেল গাছে বজ্রপাতে এ দূর্ঘটনা ঘটে। বজ্রপাতে মায়ের কোলে থাকা শিশু শুভজিৎ ঘোষ (২) কোল থেকে ছিটকে পড়ে আহত হওয়ায় তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাঃ শিশুটি আশঙ্খা বলে জানান। বজ্রপাতে গৃহবধুর মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।